ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বরবর্ণ ও সাজিয়া’স কালেকশনের উদ্যোগে ‘কাস্টমার মিটআপ’

মিফতাউল জান্নাতি সিনথিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৫৮, ২৭ নভেম্বর ২০২০
স্বরবর্ণ ও সাজিয়া’স কালেকশনের উদ্যোগে ‘কাস্টমার মিটআপ’

‘স্বরবর্ণ’-র স্বত্বাধিকারী নুসরাত জাহান ও সাজিয়া'স কালেকশনের স্বত্বাধিকারী সাজিয়া আফরিনের উদ্যোগে কাস্টমার মিটআপ হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর মিরপুরে একটি রেস্তোরায় আয়োজনটি অনুষ্ঠিত হয়। নিজ নিজ ব্যবসা ও পণ্য সম্পর্কে ক্রেতাদের মনোভাব জানতে অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন তারা।

করোনাকালে বাংলাদেশে অনলাইনে কেনাকাটার ব্যাপক প্রসার লক্ষ্য করা যাচ্ছে। কাজের ব্যস্ততার ভিড়ে সময় বাঁচানোর তাগিদে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে মানুষের কাছে প্রাধান্য পাচ্ছে অনলাইনে কেনাকাটা। তারই প্রেক্ষাপটে উদ্যোক্তা নুসরাত ও সাজিয়া তাদের পণ্য ও সেবার মান জানতে ক্রেতাদের নিয়ে এই মিটআপের আয়োজন করেন।

মিটআপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্ড ই-কমার্স (উই) ফোরামের ‘মডারেটর’ ও ‘ফাউন্ডার এন্ড সিইও’ আনান’স ক্যারাভ্যানের স্বত্বাধিকারী সৈয়দা লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজিংবিডি ক্যাম্পাস ও উদ্যোক্তা পাতার সহ-সম্পাদক হাকিম মাহি। এছাড়াও, উপস্থিত ছিলেন অর্ধশতাধিক উদ্যোক্তা ও ক্রেতা।

প্রধান অতিথি সৈয়দা লুৎফুন নাহার তার বক্তব্যে বলেন, ‘উদ্যোক্তা কথাটি বলা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের সমাজ এখনও মেয়েদের ব্যবসাকে সম্মানজনকভাবে দেখে না। সেক্ষেত্রে নিজেদের নেটওয়ার্কিং বাড়ানোর জন্য উই’র মতো প্ল্যাটফর্ম ও কাস্টমার মিটআপের গুরুত্ব অপরিহার্য।’

উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হাকিম মাহি বলেন, ‘উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যেতে রাইজিংবিডি সব সময় তাদের পাশে আছে। তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের দেশবাসির সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।’

অনুষ্ঠানের আয়োজক নুসরাত ও সাজিয়া বলেন, ‘উই এর শিক্ষা পার্সোনাল ব্র্যান্ডিং। সেই চিন্তা মাথায় রেখেই আমাদের যৌথ উদ্যোগে কাস্টমার মিটআপের আয়োজন করা। প্রথমত, উই থেকে আমরা দুজন কাস্টমার হিসেবে পরিচিত হই। একে অন্যের মাধ্যমে নিজেদের ফেসবুক পেজের অনেক ক্রেতা পাই। এতে আমাদের কিছু কমন কাস্টমার তৈরি হয়। আর এসব কমন কাস্টমার নিয়ে আমাদের চমৎকার একটা বন্ডিং তৈরি হয়।’

ঢাকার নারায়ণগঞ্জ থেকে মিটআপে আসা ক্রেতা কাজী সুজন বলেন, ‘নুসরাত জাহান আপুর স্বরবর্ণের বেড শিট আমি নিয়েছি। এক কথায় অসাধারণ। রঙ গ্যারান্টি ১০০%। আর ধোয়ার পরে আরও বেশি মোলায়েম। ইনশআল্লাহ সামনে আরও নিব।’

ক্রেতা রুহি আমিনা বলেন, ‘সাজিয়া আফরিন আপুর পণ্যের মান খুব ভালো। আমি আপুর পেজ থেকে প্রথমে আমার মেয়ের জন্য ও পরবর্তীতে আমার ভাইয়ের বাচ্চাদের জন্য নিয়েছিলাম। এরপর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট গিফট পাঠিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি পন্য আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য।’

অন্যদিকে আঁখি’স সুজ এর স্বত্বাধিকারী ও ক্রেতা আঁখি ইসলাম বলেন, ‘কাস্টমার মিটাআপটা ক্রেতা-বিক্রেতার জন্য খুবই জরুরি। মিটআপের মাধ্যমে একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তাকে খুব কাছ থেকে জানতে পারে, বুঝতে পারে। নুসরাত আপু ও সাজিয়া আপু দুজনেই মানুষ হিসেবে খুবই অসাধারণ। আমি অসংখ্যবার তাদের রিপিট কাস্টমার হয়েছি’।

ঢাকা/নোবেল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়