ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইয়েপের প্রথম মিটআপ অনুষ্ঠিত 

মিফতাউল জান্নাতি সিনথিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:০৯, ৫ ডিসেম্বর ২০২০
ইয়েপের প্রথম মিটআপ অনুষ্ঠিত 

উদ্যোক্তা ও ক্রেতাদের সম্পর্ক উন্নয়নে প্রথমবারের মতো মিটআপের আয়োজন করেছে ফেসবুক গ্রুপ ইয়েপ (ইয়ুথ এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্ম)।

শুক্রবার (৪ ডিসেম্বর) দিনব্যাপী রাজধানীর মিরপুরস্থ ‘চিলি গার্ডেন’ রেস্তোরাঁয় এই মিটআপ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক আমার সংবাদের সম্পাদক হাসেম রেজা। বিশেষ অতিথি ছিলেন রাইজিংবিডি ডটকমের ক্যাম্পাস ও উদ্যোক্তা পাতার সম্পাদক হাকিম মাহি, ইয়েপের উপদেষ্টা কাজী সুজন ও প্রেসিডেন্ট আবু বক্কর, অ্যাডমিন শিল্পী আক্তার শিলা ও মোহাম্মদ রুবেল, সোশ্যাল ওয়ার্কার ও উদ্যোক্তা ট্রেইনার জান্নাতুল আফরোজ সুমি, নোহা অ্যান্ড ব্রাদারসের ব্যবস্থাপনা পরিচালক খুরশিদ আলমসহ অর্ধশতাধিক উদ্যোক্তা ও ক্রেতা।

হাসেম রেজা বলেন, ‘ইয়েপের এমন উদ্যোগ দেখে আমি আপ্লুত। উদ্যোক্তাদের যুব উন্নয়নের যাবতীয় ট্রেনিং সুবিধা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করবো। বাংলাদেশে এমন গ্রুপ প্রথম দেখলাম, যেখানে শুধু উদ্যোক্তাদের ফ্রিতে সুবিধা দেওয়া হয়। পাশাপাশি অসহায়দের আর্থিক সহায়তা করা হয়।’ এসময় তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।  

আবু বক্কর বলেন, ‘ইয়েপ এমন কিছু করতে যাচ্ছে, যা বাংলাদেশের যেকোনো গ্রুপের চেয়ে আলাদা। এটা একটা পরিবার। একে-অপরের জন্য সহোযোগিতাই গ্রুপের প্রধান উদ্দেশ্য।’

হাকিম মাহি বলেন, রাইজিংবিডি সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। আপনারা উদ্যোক্তা হোন, আমরা আপনাদের ও আপনাদের পণ্য দেশ-বিদেশে প্রচারের ব্যবস্থা করবো।’ 

কাজী সুজন বলেন, ‘উদ্যোক্তাদের জন্য সার্টিফিকেটসহ ফ্রি ট্রেনিং করাচ্ছি। সামনেও এটি অব্যাহত থাকবে। পাশাপাশি ট্রেনিং ভাতাও দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ওয়েবসাইট হচ্ছে, এর মাধ্যমে ৬৪ জেলার রক্তদাতাদের সংযুক্ত করে রক্ত প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের ব্যবস্থা করবো। পাশাপাশি অনলাইনে ফ্রি মেডিকেল হেলথ সার্ভিসের ব্যবস্থা করা হবে।’

এসময় ‘মম ফানুস’ এর স্বত্বাধিকারী উদ্যোক্তা মুসফেরা জাহান বলেন, ‘মশলা নিয়ে কাজ করছি আমি। ইয়েপ থেকে অনেক কিছু পাচ্ছি। ফ্রি ট্রেনিং আমাদের জন্য অনেক উপকারী। গ্রুপের অ্যাডমিন ও উপদেষ্টা মহোদয়দের সার্বিক সহযোগিতা পাচ্ছি, যা একজন উদ্যোক্তার পাথেয়।’

উল্লেখ্য, ইয়েপের কাজ হলো উদ্যোক্তাদের ফ্রিতে সহোযোগিতা করা। ফ্রি ট্রেনিং করানো। অসহায়দের আর্থিক সহায়তা করা। ফ্রি মেডিকেল সাস্থ্যসেবা চালুসহ রয়েছে অনেক সুবিধা। তারই উদাহরণ হিসেবে বলা যায়, ইয়েপের একজন মডারেটর বিথী রহমান ইটালি প্রবাসী, তিনি অপর একজন মডারেটরকে আর্থিক সহয়তা প্রদান করেছেন। 

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়