ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইসমাইল হোসেনের জামদানি কাব্যের কাস্টমার মিটআপ  

মিফতাউল জান্নাতি সিনথিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:১৩, ৫ ডিসেম্বর ২০২০
ইসমাইল হোসেনের জামদানি কাব্যের কাস্টমার মিটআপ  

ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সম্পর্কের বন্ধন অটুট রাখতে ফেসবুক পেজ ‘জামদানি কাব্য’ মিরপুরে আয়োজন করেছিল কাস্টমার মিট অ্যান্ড গ্রিটআপ।       

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী রাজধানীর মিরপুরস্থ ‘হেবাং’ রেস্তোরাঁয় অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আনান’স ক্যারাভ্যান’-এর স্বত্বাধিকারী সৈয়দা লুতফুন নাহার ঊর্মি। বিশেষ অতিথি ছিলেন রাইজিংবিডির উদ্যোক্তা ও ক্যাম্পাস পাতার সম্পাদক হাকিম মাহি।  

সৈয়দা লুতফুন নাহার বলেন, ‘ক্রেতা-বিক্রেতার মাঝে আন্তরিকতা বৃদ্ধিতে এমন পদক্ষেপ বেশ যুগোপযোগী। আমরা যখন বিক্রি করি অনলাইনে, তখন ক্রেতার সাথে তেমন কথা হয় না কিন্তু পণ্য ছাড়া, কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আপে ক্রেতা-বিক্রেতা সরাসরি কথা বলতে ও নিজের মতামত শেয়ার করতে পারছেন। ধন্যবাদ জানাই ইসমাইল ভাইকে এত সুন্দর মিটআপের আয়োজনের জন্য। জামদানি কাব্য এগিয়ে যাবে ও সেই সঙ্গে কমিউনিটি রিলেশনশিপ অব্যাহত রাখতে হবে।’  

হাকিম মাহি বলেন, রাইজিংবিডি সবসময় উদ্যোক্তাদের পাশে আছে। আপনারা উদ্যোক্তা হোন, আমরা আপনাদের ও আপনাদের পণ্য দেশ-বিদেশে প্রচারের ব্যবস্থা করবো।’

ক্রেতা কাজি দৃষ্টি বলেন, ‘ইসমাইল ভাইয়ের কাছ থেকে আমি জামদানি থ্রি-পিস নিয়েছি। তার ক্রেতা হবার আগে থেকেই উনি আমাকে পথ দেখিয়েছেন। কীভাবে আমি উদ্যোক্তা হয়ে ওঠতে পারবো। জামদানি কাব্যের পোশাকের ডিজাইন এক কথায় অসাধারণ।’

আয়োজক ইসমাইল হোসেন জামদানি কাব্য নিয়ে বলেন, ‘‘জামদানি আমাদের দেশের বিশেষ ভাবে সমাদৃত পণ্য। আজকে ধন্যবাদ দিতে চাই উই (উইমেন অ্যান্ড ই-কমার্স) এর উপদেষ্টা রাজিব ভাইকে, তার পরামর্শেই ক্রেতাদের নিয়ে এমন কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আপের আয়োজন।

আমি অতন্ত আনন্দিত আজকের এই কাস্টমার মিট অ্যান্ড গ্রিট আপ প্রোগ্রাম আয়োজন করে। ধন্যবাদ জানাতে চাই আমার ক্রেতাদের, যারা আমাদের মাঝে হাজির হয়েছেন, বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই ঊর্মি আপু, হাফসা আপু ও রাইজিংবিডির মাহি ভাই ও সিনথিয়া আপুকে।’ 

ঢাকা/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়