ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুইক্সের যাত্রা শুরু 

বেনজির আবরার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৯ জানুয়ারি ২০২১  
কুইক্সের যাত্রা শুরু 

ডেলিভারি ম্যানেজমেন্ট কোম্পানি কুইক্সের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি ক্যাফেতে এর উদ্বোধন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রেসিডেন্ট শাহিদ-উল-মুনীর। আরো ছিলেন দেশের কুরিয়ার সার্ভিস কোম্পানির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিদের সামনে কুইক্সের কার্যক্রম তুলে ধরেন কোম্পানিটির সিইও আতহার নূর কৌশিক, ভিপি অব ইঞ্জিনিয়ারিং প্রীতম সাহা, সিটিও গোলাম আজরিন দীপু এবং হেড অব এআই আসিফ জামান।

উল্লেখ্য, কুইক্স হলো একটি এআই-পাওয়ারড ডেলিভারি ম্যানেজমেন্ট সফটওয়্যার কোম্পানি, যার মূল উদ্দেশ্য একটি সহজ সফটওয়্যারের ডেলিভারি কোম্পানিগুলোর গ্রাহকসেবার মান উন্নত করা। 

কুইক্সই প্রথমবারের মতো দেশে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ একটি পরিপূর্ণ ডেলিভারি ম্যানেজমেন্ট সফটওয়্যার। নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সৃষ্ট এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কুইক্স তৈরি করেছে বেশ কিছু অভাবনীয় ফিচার, যার মধ্যে অন্যতম হলো রেভেনিউ ফরকাস্টিং (Revenue Forecasting), প্রেসাইস টাইম প্রেডিকশন (Precise Time Prediction) এবং টাস্ক প্রায়োরিটাইজেশন (Task Prioritization) । 

এছাড়াও তাদের রয়েছে নিজস্ব ভার্চুয়াল অ্যাসিসটেন্ট ম্যাসেঞ্জার চ্যাটবট প্যারোট, তাদের তৈরি ঢাকার নিজস্ব ম্যাপ Quixx Maps এবং নিজস্ব ভেহিকল ট্র্যাকার।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়