উইর ‘ব্যবসায় উন্নতি’ বিষয়ক মাস্টারক্লাস
বেনজির আবরার || রাইজিংবিডি.কম

উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ব্যবসায় উন্নতি ও ব্যক্তিগত উন্নয়ন’ শীর্ষক মাস্টারক্লাস।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় অনলাইনে বৈশ্বিক মাস্টারক্লাসের সপ্তম পর্ব অনুষ্ঠিত হয়।
ক্লাসের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির অ্যাডিশনাল সেক্রেটারি বিকর্ন কুমার ঘোষ। এছাড়া আরো ছিলেন উইর গ্লোবাল অ্যাডভাইজর, সিল্কক গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সৌম্য বসু, এলআইসিটি প্রজেক্টের সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্রান্ডিং স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, গ্লোবাল স্পিকার ও রিহা লানাস ফ্র্যাঞ্চাইস সিস্টেমসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও রিহা লানা রিহার এবং উইর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
গ্লোবাল স্পিকার তার সেশনে ব্যবসায়ের উন্নতি বিষয়ক প্রশিক্ষণ ও সেটা কীভাবে ব্যবসায়ে প্রতিফলন ঘঠাবে ব্যক্তির উন্নয়নে, সে বিষয়ক বিভিন্ন তথ্য জানান। সমাপনীতে তার সেশনটির সারমর্ম বাংলায় জানান বাংলাদেশি প্রতিষ্ঠান থটসের চেয়ারম্যান মোহাম্মাদ মাহবুবুল আলম।
নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা আজ ১১ লাখ সদস্যের পরিবার হয়েছি। দেশজুড়ে আমরা অসংখ্য সাহসী গল্প শুনি, যেগুলো সত্যি ভীষণ অনুপ্রেরণার। আমরা এই ধরনের শিক্ষণীয় সেশন অব্যাহত রাখতে চাই।’
ঢাকা/মাহি