ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সফল উদ্যোক্তা হতে চান ফাতেমা

সাজেদুর আবেদীন শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:০৯, ১ ফেব্রুয়ারি ২০২১
সফল উদ্যোক্তা হতে চান ফাতেমা

ফাতেমা ফারহানা অরুনা, জন্ম মানিকগঞ্জ । বর্তমানে থাকেন সিরাজগঞ্জ। বাবা নরেন রায় পেশায় একজন সার্জারির ডাক্তার। বাবা-মায়ের বড় সন্তান ফাতেমা। তিনি এসএসসি ও এইচএসসিতে পড়েছেন মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি দেবেন্দ্র কলেজ থেকে। ডিগ্রি পড়েন টাঙ্গাইলের কাগমারী সরকারি কলেজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে মাস্টার্স শেষ করেন টাঙ্গাইলের করটিয়া সাদাত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। 

বিএড করেছেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে। হোমিওপ্যাথি পড়েছেন টাঙ্গাইল হোমিওপ্যাথি কলেজ থেকে। এক ছেলে, এক মেয়ে ও স্বামী নিয়ে সংসার মেধাবী ফাতেমার। স্বামী আফছার আলী, পেশায় সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক।

উদ্যোক্তা হওয়ার কারণ সম্পর্কে ফাতেমা বলেন, ‘কারো অধীনে চাকরি করতে ভালো লাগে না। আমার মনে হয় কারো অধীনে চাকরি করার চেয়ে কাউকে স্বাবলম্বী করতে পারলে নিজেকে খুব ভালো লাগবে আর অন্যের ভালোবাসাও পাওয়া যাবে। আমি পরিশ্রম করতে ভালোবাসি। আমি আমার মেধা কাজে লাগাতে চাই এবং ছবি আঁকতে ভালোবাসি। আমার স্বপ্নগুলো পুরণের জন্যই আমি উদ্যোক্তা হয়েছি’। 

তিনি বলেন, ‘আমি ২০১৭ সালে ফেসবুকে সৌখিন-Showkhin নামে পেজ খুলেও স্বামীর সাপোর্ট না পাওয়ায় কাজ শুরু করা হয়নি। তবে ২০২০ সালের ৩ জুলাই ফেসবুকভিত্তিক ই-কর্মাস গ্রুপ উইতে জয়েন্ট হওয়ার পর নিয়মিত পোস্ট দেখতাম। সেখান থেকে আবার কাজ শুরু করার ইচ্ছা জাগে। পরে আমার স্বামী তখন আমায় সাপোর্ট দেয়। তখন আমি কাজ শুরু করি। আমি আমার পেজ ‘সৌখিন-Showkhin’-এর মাধ্যমে টাঙ্গাইলের শাড়ি, হাফ সিল্ক, জামদানি ও হ্যান্ড পেইন্টেড শাড়ি- থ্রি পিস (বাটিক) বিক্রি করি। শুধু উই গ্রুপেই আমার দুই লাখ টাকার পণ্য বিক্রি হয় এবং সব মিলিয়ে বর্তমানে আমার মোট বিক্রিকৃত অর্থ দাঁড়ায় তিন লাখ টাকা।’

তিনি আরো বলেন, ‘আমি চাই সবসময় অবস্থা বুঝে মানুষের সাধ্যের মধ্যে ভালো মানের পোশাক পৌঁছে দিতে। আমি এ পর্যন্ত আমার উদ্যোগের মাধ্যমে ৫ জনকে স্বাবলম্বী করতে পেরেছি।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছে আছে আমার উদ্যোগের মাধ্যমে অনেককে স্বাবলম্বী করার। আমি চাই আমার পণ্য দেশ ছাড়িয়ে বিদেশে যাবে। ই-কমার্সের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।’

লেখক: ফিচার লেখক ও গণমাধ্যমকর্মী।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়