ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সদাগর ডটকমের ট্রেড সেন্টার উদ্বোধন

বেনজির আবরার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৭ ফেব্রুয়ারি ২০২১  
সদাগর ডটকমের ট্রেড সেন্টার উদ্বোধন

অনলাইন বি২বি মার্কেটপ্লেস সদাগর ডটকমের ময়মনসিংহ ট্রেড সেন্টারের (ময়মনসিংহ ব্রাঞ্চ) উদ্বোধন হয়েছে। 

শনিবার (৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সদর শম্ভুগঞ্জ বাজারে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদাগর ডটকমের ফাউন্ডার ও সিইও আরিফ চৌধুরী, কো-ফাউন্ডার জাহিদ আলম শাহ এবং ডিরেক্টর শাহ আলম সবুজ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মনির, শম্ভুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফজলুল হক মন্ডল, শম্ভুগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি হাজী আব্দুল মান্নান এবং সদাগর ডটকমের ময়মনসিংহ অথোরাইজ ট্রেড সেন্টারের ওনার ও সিইও তরিকুল ইসলাম শুভ।

আরিফ চৌধুরী বলেন, ‘সদাগর ডটকম একটি অনলাইন হোলসেল মার্কেটপ্লেস; যা প্রস্তুতকারক, উৎপাদনকারী ও আমদানিকারকদের পণ্যের জন্য নতুন বাজার সম্প্রসারণ করে নতুন হাজারো ক্রেতা খুঁজে আনবে, ব্যবসার পরিধি বাড়াবে এবং বাজারজাতকরণের খরচ কমিয়ে আনবে, পাবে ন্যায্য মূল্য। ছোট, মাঝারি, বড়-সব ধরনের দেশীয় প্রস্তুতকারক, উৎপাদক, আমদানিকারক এবং পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন; তারা এই অনলাইন-ভিত্তিক পাইকারি বাজার সদাগর ডটকমের সঙ্গে যুক্ত হয়ে খুব সহজেই সারাদেশে ছড়িয়ে দিতে পারবেন নিজেদের পণ্য ও সেবা।’

কো-ফাউন্ডার জাহিদ আলম শাহ বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মে প্রায় ৩৫০০ এর বেশি বড়, মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠান ও ব্যবসায়ী যুক্ত আছেন, যারা প্রতিনিয়ত তাদের পণ্য সদাগর ডটকমের মাধ্যমে কেনা-বেচা করেন। এছাড়াও তারা সরাসরি দেশ ও দেশের বাইরে থেকে সদাগর ডটকমের মাধ্যমে পণ্য সোর্সিং করতে পারেন।’

অনুষ্ঠানের শেষ দিকে প্রশ্নোত্তর পর্বে সদাগর ডটকমের সিইও আরিফ চৌধুরী বলেন, ‘ওয়েবসাইটে আমাদের পণ্যের ছবি দেখে কেউ অর্ডার করার পর যদি ছবির সঙ্গে পণ্যের মিল না পায়, তাহলে তার সব পেমেন্ট ফেরত দিতে সদাগর ডটকম বদ্ধ-পরিকর।’

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়