ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশে ব্যবসার নিবন্ধন পেলো গুগল ও অ্যামাজন

প্রকাশিত: ১৯:৫৬, ৩০ মে ২০২১   আপডেট: ১৯:৫৭, ৩০ মে ২০২১
বাংলাদেশে ব্যবসার নিবন্ধন পেলো গুগল ও অ্যামাজন

বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নিবন্ধন, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (BIN) পেয়েছে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যামাজন। জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) ভ্যাট অনলাইন শাখা থেকে এই তথ্য জানানো হয়।

এশিয়া-প্যাসিফিক পেটি লিমিটেড নামে নিবন্ধন করেছে গুগল। আর অ্যামাজনের নিবন্ধন প্রক্রিয়ায় নাম দেয়া হয়েছে, ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন। BIN নিবন্ধের কারণে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেয়াসহ সরাসরি ভ্যাটসংক্রান্ত সেবা পাবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুইটি।

 এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন,আমরা সোমবার এবং বৃহস্পতিবার অ্যামাজন ও গুগলকে একটি বিআইএন জারি করেছি। তারা যথাক্রমে গুগল এশিয়া-প্যাসিফিক পেটি লিমিটেড এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনক নামে নিবন্ধন করেছে। আমরা ইতোমধ্যে নিবন্ধের নথিগুলির অনুলিপি পিডব্লিউসি (প্রাইস ওয়াটারহাউস কুপার্সকে) হস্তান্তর করেছি। এটি বাংলাদেশের উভয় সংস্থার পরামর্শদাতা হিসাবে কাজ করবে।

বর্তমানে গুগল বিশ্বের প্রায় ৪০ টি দেশে প্রায় ৪ শতাধিক অফিস নিয়ে কাজ করছে। রয়েছে ১৭টি দেশে অ্যামাজনেরও অফিস রয়েছে। 

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সিনথিয়া/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়