ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে `কাস্টমার মিটআপ- ২০২১` অনুষ্ঠিত 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৭, ৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:০০, ৭ নভেম্বর ২০২১
ময়মনসিংহে `কাস্টমার মিটআপ- ২০২১` অনুষ্ঠিত 

বাংলাদেশ পরামাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের সহযোগিতায়  উদ্যোক্তা ও ক্রেতাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কাস্টমার মিটআপ- ২০২১, ময়মনসিংহ।’ 

শনিবার (৬ নভেম্বর) দিনব্যাপি জেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়ামে এ মিটআপ-এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের 
মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম
  
অনুষ্ঠানে অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো এনামুল হক, ময়মনসিংহ রেঞ্জ ডি আইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার, মাহমুদা আফরোজ লাকি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব আহমেদ।

অনুষ্ঠানে ই-ক্যাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব আহমেদ বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের এমন আয়োজনে সহযোগিতার জন্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা যদি এগিয়ে আসে তাহলে সরকারি নিয়মের মধ্যে থেকে কৃষি খাতে ক্লাস, ট্রেনিং ও সেমিনারসহ সব ধরনের সাপোর্ট দক্ষ উদ্যোক্তারা দেবেন৷’

অনুষ্ঠানের আয়োজক সালমা নেহা বলেন, ‘ গত বছর রাজিব আহমেদের আইডিয়াতে আমাদের প্রথম কাস্টমার মিটাপ হয়েছিলো ময়মনসিংহে। এবার হলো ২য় কাস্টমার মিটাপ। এই মিটাপের ফলে ক্রেতার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয় পণ্য, কোয়ালিটি ও সার্ভিস নিয়ে। ফলে বিজনেস নিয়ে ভবিষ্যত সিদ্ধান্ত ও প্ল্যানিং এ সহায়ক ভূমিকা রাখে। 

সভাপতির বক্তব্যে ড. মির্জা মোফাজ্জল বলেন, পরমাণু ‍কৃষি ইনিস্টিটিউট অডিটেরিয়ামে ই-কমার্স উদ্যোক্তাদের এমন আয়োজন সত্যি ভালো লাগছে। আমাদের সমাজের অগ্রসরে  আপনাদের  মতো উদ্যোক্তারা ভূমিকা  রাখছে এটা জেনে ভালো লেগেছে।’ 

দেশীয় পণ্যের উদ্যোক্তারা তাদের অনলাইন ক্রেতাদের নিয়ে বরাবরই এমন মিটআপের আয়োজন করে থাকে। মূলত এ ধরনের আয়োজন থেকে ক্রেতাদের সাথে বিক্রেতার সরাসরি কথা বলা, পণ্য নিয়ে  তাদের মূল্যবান মতামত ও বিভিন্ন জেলার দেশীয় পণ্যের প্রচার হয়ে থাকে৷ 

মিটাপে দেশীয় পণ্য নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্টলের মাধ্যমে অংশগ্রহন করেছেন ড্রিম ক্যাচার, মা ও মেয়ের বুটিক, ৭ঋতু, মোহতা নকশীকুঞ্জর মতো প্রতিষ্ঠান। 

অনুষ্ঠানের মূল আয়োজনে ছিলেন টেস্টবিডি, আফাফ ক্রিয়েশনস, এবং পিয়াসী এর স্বত্তাধিকারী সালমা নেহা, আরিফা খাতুন ও খাতুনে জান্নাত আশা।

মিলন/সিনথিয়া/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়