ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্যারিয়ার সেমিনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:০৩, ২ ডিসেম্বর ২০২১
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্যারিয়ার সেমিনার

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘ই-কমার্স ক্যারিয়ার, প্রসপেক্ট ইন বাংলাদেশ: জব অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ’ শীর্ষক সেমিনার হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ইডিইউর কনফারেন্স হলে এ সেমিনার শুরু হয়।

বর্তমান সময়ে ই-কমার্সের প্রসার, সম্ভাবনা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচিতে ই-কমার্সের অন্তর্ভুক্তি বিষয়ে সেমিনারে ফ্যাসিলিটেটর হিসেবে বক্তব্য রাখেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও সার্চ ইংলিশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাজিব আহমেদ, নারী উদ্যোক্তা আরিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা এবং কাকলী'স এট্যায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার।

আরও বক্তব্য রাখেন—ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. রকিবুল কবির, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরী। সেমিনারের পুরো আয়োজন সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়টির সিনিয়র এক্সিকিউটিভ তানজিদা আফরিন।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ই-কমার্সে সফল নারী উদ্যোক্তা উম্মে সাহেরা এনিকা (তেজস্বী), সাঈদা তামান্না (সত্য প্রয়াস), প্রতাপ পলাশ (খাদি বিডি), দেলোয়ার হোসেন (আওয়ার শেরপুর) প্রমুখ। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সেমিনারে মূল বক্তব্যে রাজিব আহমেদ বলেন, ‘বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যের প্রতিটি ক্ষেত্র সোস্যাল মিডিয়া-নির্ভর হয়ে গেছে। ব্যবসার ক্ষেত্রে সবারই ফেসবুকে একটি পেজ আছে। অনেকেরই নিজস্ব ওয়েবসাইট আছে। সবাই ক্রমান্বয়ে ই-বিজনেসের দিকে ধাবিত হচ্ছে। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এই বিষয়টি বর্তমান সময়ের ছাত্র/ছাত্রীদের বিশেষ গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ই-কমার্সের গুরুত্ব যেভাবে বাড়ছে, সে বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে ই-কমার্সের ওপর একটা বিভাগ থাকা উচিত। ব্যাচেলর অব ই-কমার্স অথবা মাস্টার্স অব ই-কমার্স বিভাগ থাকতে পারে। সেটা যদি সম্ভব না হয়, বিবিএ অথবা এমবিএ-তে ই-কমার্স মেজর সাবজেক্ট হতে পারে। ই-কমার্সে যত বেশি স্কিল ডেভেলপ হবে, স্টুডেন্টদের জব অপরচুনিটি তত বাড়বে।’

সাঈদ আল নোমান বলেন, ‘স্টার্টআপ নিয়ে অনেক আগে থেকেই কাজ করছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। ই-কমার্স বা উদ্যোক্তা তৈরির জন্য ইডিইউ ফাউন্ড্রি নামের একটি বিশেষ প্রজেক্ট আছে। ভবিষ্যতে ই-কমার্স ফ্যামিলির সঙ্গে ইডিইউ সমন্বিতভাবে কাজ করতে পারবে।’

রেজাউল/সিনথিয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়