ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নতুন ওয়েবসাইটে আলিটুবিডি

উদ্যোক্তা ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৮ মার্চ ২০২২   আপডেট: ১১:২৮, ২৮ মার্চ ২০২২
নতুন ওয়েবসাইটে আলিটুবিডি

গ্রাহকদের জন্য নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে ক্রসবর্ডার শপিং প্ল্যাটফর্ম আলিটুবিডি। এর মধ্যদিয়ে শুরু হচ্ছে ব্র্যান্ডটির নতুনভাবে পথচলা। ২০১৭ সালে একটি ফেসবুক গ্রুপের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ক্রসবর্ডার শপিং প্ল্যাটফর্ম আলিটুবিডির। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক ও ডিজিটাল শপিংয়ের আরও অনেক মাধ্যমে আলিটুবিডি ইতোমধ্যে ভূমিকা রেখেছে। 

আলিটুবিডিতে অগণিত গ্লোবাল সাপ্লাইয়ার ও ভেরিফাইড সেলার থেকে কয়েক কোটি প্রিমিয়াম পণ্যের শপিং করতে পারবে ক্রেতারা সহজলভ্য দামে। বর্তমানে আলিটুবিডি বাংলাদেশের ক্রস বর্ডার শপিংয়ের স্বপ্ন ও সম্ভাবনা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলিটুবিডি এলসি ও অন্যন্য আমদানিকারক শর্তাবলী পূরণ করে যথাযথ কাস্টমস ট্যাক্স নিস্পতির মধ্য দিয়ে পণ্য চায়না ও আমেরিকা থেকে আলিটুবিডির ওয়্যারহাউজে নিয়ে আসে। সর্বশেষ ধাপে পণ্যের শ্রেণিবিভাজন করে তা পৌঁছে দেওয়া হয় গ্রাহকের দোরগোড়ায়।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য দেশবাসীকে অতুলনীয় ক্রস বর্ডার শপিংয়ের অভিজ্ঞতা দেওয়া। সেই লক্ষ্যেই তারা আরও উন্নত ওয়েবসাইট উদ্বোধন করেছে গত ২৬ মার্চ। ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন 

আলিটুবিডির ব্যবস্থাপনা পরিচালক এবং ই-ক্যাবের স্ট্যান্ডিং ক্রস বর্ডার ট্রেডের সদস্য মহিব্বুল্লাহ শাফি বলেন, ‌‘আমরা টেক কোম্পানি এবং টেকের মাধ্যমে সর্বদাই আমাদের গ্রাহকদের বিশ্বমানের ক্রস বর্ডার শপিং অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি। ফলে প্রতিনিয়তই নিত্যনতুন প্রযুক্তি আমরা আমাদের সেবার সাথে যুক্ত করে এসেছি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই পুরোদমে প্রস্তুত আমাদের নতুন ও উন্নত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে উন্নতর ক্রস বর্ডার শপিং। আশা করি আমাদের এই নতুন উদ্যোগ বিশ্বায়নের এই যুগে পণ্যের সীমাবদ্ধতা ও বর্ডার বাধা দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে।’

/মাহি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়