ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর এখন ঢাকা। আজ রোববার সকালে ঢাকায় বায়ু দূষণের পরিমাণ ছিল ২৩৭ পিএম। যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের দেয়া তথ্যে এমন চিত্রই ফুটে উঠেছে।

যদিও দিন শেষে এ অবস্থা থেকে পিছিয়েছে ঢাকা। সন্ধ‌্যা ৭টায় ঢাকার বায়ুর মান ছিল ১৮০। দূষিত বায়ুর শহরের তালিকায় এর অবস্থন ছিল পাঁচ।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের মান অনুযায়ী বায়ুর সূচক ৫০ এর নিচে থাকলে সেটিকে স্বাস্থ্যকর ধরা হয়। ৫০ থেকে ১০০ এর ভেতরে থাকলে সেটিকে মধ্যপন্থী বা সহনীয় পর্যায় ধরা হয়। ১০০ থেকে ১৫০ এর মধ্যে থাকলে সেটিকে সেনসিটিভ মানুষের জন্য অসাস্থ‌্যকর হিসেবে ধরা হয়। ১৫০ থেকে ২০০ এর মধ্যে অসাস্থ‌্যকর বায়ু হিসেবে ধরা হয়। ২০০ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর বায়ু। বায়ুর মান ৩০০ এর উপরে উঠে গেলে সেটিকে বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। অর্থাৎ রোববার সকালে ঢাকা বায়ু ছিল খুবই অস্বাস্থ্যকর।

 

ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়