ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গুড়ি গুড়ি বৃষ্টি, আসছে হাড় কাঁপানো শীত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৮, ৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গুড়ি গুড়ি বৃষ্টি, আসছে হাড় কাঁপানো শীত

ফাইল ফটো

রাজধানীতে শুক্রবার ভোর থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। মেঘাচ্ছন্ন আকাশ। এতে ঠাণ্ডা বেড়েছে। পাশাপাশি সকাল সকাল বৃষ্টির কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় বেশিরভাগ মানুষই চার দেয়ালের মধ‌্যে। তবে যারা বিভিন্ন কাজে বাইরে বেরিয়েছেন তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমে আসতে পারে।

আসছে হাড় কাঁপানো শীত

চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে (জানুয়ারি) স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এর মধ্য দুটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে বলা হয়েছে।

জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এছাড়া, আগামী ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসেও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, মাসের শেষ দিকে বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

 

ঢাকা/ইয়ামিন/সনি  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়