ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রংপুরে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে বৃষ্টির সম্ভাবনা

দেশের উত্তরের বিভাগ রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগর অবস্থান করছে। আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

এতে আরো বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভবনা রয়েছে।

আগামী ৭২ ঘণ্টার মাথায় সারাদেশে বৃষ্টি ও ঝড়ের সম্ভবনার কথাও তিন দিনের পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়