ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ঢাকামুখী মানুষের ঢল বাড়বে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ঢাকামুখী মানুষের ঢল বাড়বে’

ফাইল ফটো

‘জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুহারা হয়ে প্রতি বছর ছয় লাখ মানুষ ঢাকায় আসেন। ভবিষ্যতে ঢাকামুখী মানুষের এ ঢল আরো বাড়বে। ঢাকায় এসে এসব মানুষ গৃহহীন হয়ে পড়েন। এতে সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হবে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক এবং কোয়ালিশন ফর দ্যা পুওর (কাপ)-এর আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন, নগর দরিদ্রদের আবাসন : নগর কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক নাগরিক সংলাপে বিশেষজ্ঞদের আলোচনায় এ কথাগুলো উঠে আসে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ঢাকা উত্তর সিটি করোপরেশন মেয়র আতিকুল ইসলাম, বুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শহীদুল আমিন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের সাবেক ডিন প্রফেসর রোকসানা হাফিজ, কাপের চেয়ারপার্সন ডা. দিবালোক সিংহ, নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মো. জাহাঙ্গীর আলম।

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগরে দিনে দিনে দরিদ্রদের আবাসন সংকট বাড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমস্যা সমাধানে খুবই আন্তরিক। আর যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সবাইকে নিয়ে নিরাপদ নগর গড়তে চাই। আমার শপথের পর আমি আজকের অনুষ্ঠানের আয়োজকদের সাথে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়ে কাজ করতে চাই।’

অধ্যাপক ড. শহীদুল আমিন বলেন, ‘প্রতিদিন গড়ে ১৭০০ মানুষ ঢাকায় আসে এবং হিসাব করে দেখা গেছে প্রতি বছরে প্রায় ছয় লাখ মানুষ ঢাকা শহরে নতুন করে যুক্ত হয়। নগরের মোট জনসংখ্যার মোট দরিদ্র ৩৫ ভাগ দরিদ্র এবং অতি দরিদ্র ১০ ভাগ যাদের আয় সাত হাজার টাকার নিচে।’

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘জলবায়ূ পরিবর্তনের কারণে ধারণা করা হচ্ছে ত্রিশ বছরের মধ্যে দেশের উপকূলীয় এলাকা পানির নিচে তলিয়ে যাবে। ফলে দুই থেকে তিন কোটি মানুষ জলবায়ু উদ্বাস্ত হয়ে উঁচু এলাকায় চলে আসবে। এটা আমাদের দেশের জন্য চিন্তার বিষয়। সুতরাং জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বিবেচনায় রেখে নগর পরিকল্পনা করা দরকার।’



ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়