ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়বে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়বে

মার্চের প্রথম সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে।

বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে- ফাগুনের আগুনঝরা দিন। কিন্তু এবার এখনো তেমন উষ্ণতা বাড়েনি। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়বে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসেও সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা বাড়ার কথা বলা হয়েছে।

এদিকে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও
পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে আবহাওয়া শুষ্ক থাকতে পারে ।

উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।



ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়