ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৬, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

ঋতু পরিবর্তনের এ সময়ে সাধারণত দিনে তাপমাত্রা বেশি থাকে, রাতে ঠান্ডা থাকে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা বাড়ছিল। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও  পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসের বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। পশ্চিম বা  উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা  ছিল ৩৬ ডিগ্রি সে.। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।



ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়