RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০২ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৮ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

তাপপ্রবাহ অব্যাহত, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভবনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপপ্রবাহ অব্যাহত, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভবনা

গত কয়েকদিন দেশজুড়ে তাপমাত্রার দাপড় দেখাচ্ছে। দেশের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভবনা থাকলেও বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে এ তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভবনা থাকলেও বেশিরভাগ জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরমধ্যে ফরিদপুর, যশোর,  চুয়াডাঙা, কুমারখালী, রাজশাহী ও পাবনা অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ ও বরিশাল ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, রাঙ্গামাটি,  বগুড়া, নওগা, সিরাজগঞ্জ, সৈয়দপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, তাপপ্রাহ আরো বিস্তৃত ও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভবনা থাকলেও কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে বৃহস্পতিবার দেশেরর বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বুলেটিনে উল্লেখ করা হয়েছে।ঢাকা/নূর/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়