ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, থাকবে আরো কিছু দিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ১১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, থাকবে আরো কিছু দিন

দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আরো কিছু দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘রাজশাহী, পাবনা, সিলেট, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।'

তিনি বলেন, ‘আকাশ মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।'

এদিকে অ্যাকুওয়েদারে দেখা গেছে, শনিবার ঢাকায় ৩৬ ডিগ্রি, রংপুর-ময়মনসিংহ- চট্টগ্রাম ও খুলনায় ৩২ ডিগ্রি, রাজশাহীতে ৩৪ ডিগ্রি এবং বরিশাল ও সিলেটে ৩৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

ঢাকা/নূর/টিপু  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়