Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১৬ জুন ২০২১ ||  আষাঢ় ৪ ১৪২৮ ||  ০৪ জিলক্বদ ১৪৪২

নিষ্ক্রিয় হচ্ছে নিম্নচাপ, সংকেত কমে ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১১:৩৮, ২৫ অক্টোবর ২০২০
নিষ্ক্রিয় হচ্ছে নিম্নচাপ, সংকেত কমে ১

স্থল নিম্নচাপ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি আরও এগিয়ে ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত কমিয়ে তা নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেছেন, ‘লঘুচাপ-নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ছিল। আজ থেকে বৃষ্টি কমবে। কাল (রোববার) কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। দু-একদিন পর স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা ভোরের দিকে কমার প্রবণতা থাকবে। নভেম্বরের মাঝামাঝি শীতের বার্তাও থাকবে আবহাওয়ায়।’

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়