ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দেশের ছয় অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৩১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:২৪, ৩১ ডিসেম্বর ২০২০
দেশের ছয় অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

ছবি: মো. তৌহিদ মিজান

শ্রীমঙ্গল, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর এবং চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ  আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, আজ সারা দেশে রাতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। 

তিনি বলেন, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  সারা দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  আজ সকাল ৬টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাসিবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়