ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২১
বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা

চলতি মাসে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্ভাবাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তেরর আবহাওয়াবিদ শাহিনুর রহমান জানিয়েছেন, দেশজুড়ে ক্রমেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল ভোরের দিকে সারা দেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

ঢাকা/হাসিবুল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়