ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্চের শেষে কালবৈশাখীর আশঙ্কা 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৩ মার্চ ২০২১   আপডেট: ১৪:৩৭, ২৩ মার্চ ২০২১
মার্চের শেষে কালবৈশাখীর আশঙ্কা 

মার্চ মাসের শেষের দিকে সারা দেশে বৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, ‘গত ২ দিন থেকে দেশে মৌসুমের প্রথম দাবদাহ বয়ে যাচ্ছে। আজ তার তৃতীয় দিন। দবদাহ আরও দুই দিনের মতো থাকতে পারে। আর আগামী ২৭, ২৮ ও ২৯ মার্চ সারা দেশে বৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে।’

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী তিন দিনে দেশে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকা/ হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়