ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাজধানীতে হঠাৎ ঝড়, কালবৈশাখীর আগমনী বার্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০১, ৪ এপ্রিল ২০২১

মৌসুমের আগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কালবৈশাখীর আগমনের বার্তা দিচ্ছে। চৈত্র মাসেই রাজধানীতে হঠাৎ ঝড় শুরু হয়েছে। তীব্র গতিতে বইছে বাতাস। সেই সঙ্গে আছে হালকা বৃষ্টি।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড় শুরু হয়। তবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এছাড়া, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়নসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় শিলাবৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়