ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হঠাৎ বৃষ্টিতে ভিজলো রাজধানী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ২২:০০, ৯ এপ্রিল ২০২১
হঠাৎ বৃষ্টিতে ভিজলো রাজধানী

হঠাৎ বৃষ্টিতে ভিজলো রাজধানী। এতে কিছুটা হলেও কমেছে চৈত্রের দাবদাহ।

শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে বৃষ্টি নামে। শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। কিছুক্ষণের মধ‌্যেই ঝমঝমিয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর আবার থেমেও যায়। এসময় কয়েকবার বিদ‌্যুত চমকাতেও দেখা গেছে।

এর আগে শুক্রবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর রহমান জানান, আজ কুমিল্লা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো বাতাসসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, গতকাল রাতে রাজশাহীসহ দেশের কয়েকটি এলাকায় হালকা ঝড় হয়েছে।

এছাড়া রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানায় সংস্থাটি।

ঢাকা/মিথুন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়