ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘‌মফস্বলের লেখকদের পত্রিকার পাতায় জায়গা দিন’

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘‌মফস্বলের লেখকদের পত্রিকার পাতায় জায়গা দিন’

রাইজিংবিডির স্টলে ছড়াকার মোস্তাফিজুল হক : (ছবি : ছাইফুল ইসলাম মাছুম)

মোস্তাফিজুল হক। থাকেন শেরপুর জেলার ঐতিহ্যবাহী শেখহাটি খন্দকার বাড়িতে। এবার বইমেলায় তার প্রথম বই প্রকাশিত হয়েছে। ছড়ার এই বইয়ের নাম ‌‘ইচ্ছে ডানার পাখি’। শুক্রবার দুপুরে আসেন রাইজিংবিডির স্টলে। প্রথম বই, বইমেলা এবং সাহিত্যের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাইফ বরকতুল্লাহ

সাইফ বরকতুল্লাহ : আপনি কী বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন?
মোস্তাফিজুল হক : আমি মূলত লিখি ছড়া। পাশাপাশি ছোট গল্পও লিখি।

সাইফ বরকতুল্লাহ : আপনার লেখার বিষয়বস্তু কী?
মোস্তাফিজুল হক : আমার লেখায় ফুল, প্রেম, শিশু, প্রকৃতি- এ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করি।

সাইফ বরকতুল্লাহ : আপনার কী বই প্রকাশিত হয়েছে?
মোস্তাফিজুল হক : এবার বইমেলায় আমার প্রথম বই প্রকাশিত হয়েছে ছড়াগ্রন্থ ‘ইচ্ছে ডানার পাখি’। এটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।

সাইফ বরকতুল্লাহ : ঢাকার বাইরে থেকে আপনি সাহিত্যচর্চা করেন। অভিযোগ রয়েছে যারা ঢাকায় বসে লেখালেখি করেন, তারা মিডিয়ায় সুযোগ বেশি পান। আপনার কি মনে হয়?
মোস্তাফিজুল হক : কথাটা ঠিক। আমরা মফস্বলের সাহিত্যিকেরা কোনো সুযোগই পাই না।  মফস্বলে অনেক প্রতিভাবান লেখক আছেন। তাদের সুযোগ দেওয়া দরকার। ঢাকার পত্রিকাগুলোকে বলব, মফস্বলের লেখকদের একটু পত্রিকার পাতায় জায়গা দিন। তারা ভালো লিখছেন।

সাইফ বরকতুল্লাহ : এ থেকে উত্তরণের পথ কী?
মোস্তাফিজুল হক : শিল্প-সাহিত্য শহরে সীমাবদ্ধ থাকলে বাঙালির ঐতিহ্য একদিন হারিয়ে যাবে। এমনিতেই এখন তথ্যপ্রযুক্তির যুগ। তাই প্রত্যন্ত অঞ্চলে শিল্প-সাহিত্য ছড়িয়ে দিতে হবে।



সাইফ বরকতুল্লাহ : আপনি তো গ্রামে থাকেন। মেলায় প্রতি বছর আসা হয়?
মোস্তাফিজুল হক : প্রত্যেক বছর আসার ইচ্ছে থাকলেও আসা হয় না।  এ বছর আমার বই বের হয়েছে। মনের তাগিদে চলে এসেছি। এজন্য চাই ঢাকার বাইরেও নিয়মিত বইমেলা।

সাইফ বরকতুল্লাহ : বইমেলার পরিবেশ কেমন দেখলেন?
মোস্তাফিজুল হক : ভালো। তবে ধুলা একটু বেশি।

সাইফ বরকতুল্লাহ : লেখালেখি নিয়ে আপনার পরিকল্পনা কী?
মোস্তাফিজুল হক : ছড়া দিয়ে দেশটাকে গড়তে চাই। সাহিত্যে অবদান রাখতে চাই।

সাইফ বরকতুল্লাহ : রাইজিংবিডির স্টলে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
মোস্তাফিজুল হক : আপনাকেও ধন্যবাদ। রাইজিংবিডিকে শুভেচ্ছা।



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৭/সাইফ/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়