ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বইমেলায় গল্পগ্রন্থ ‘কয়েদি নম্বর ৩৩২’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় গল্পগ্রন্থ ‘কয়েদি নম্বর ৩৩২’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে শারমিন রহমানের গল্পগ্রন্থ ‘কয়েদি নম্বর ৩৩২’।

গল্পকার নাহিদা নাহিদ বইটি সম্পর্কে বলেন, কয়েদি নম্বর ৩৩২ নিয়ে কথাসাহিত্যে শারমিন রহমানের নতুন যাত্রা। এ যাত্রা প্রতিশ্রুতির, সৃজনও মননের। পেশায় তিনি শিক্ষক। দৃষ্টির পারদে জমে থাকা সম্পর্কের সুর, যাপিত জীবনের ধুলো, কালি, আর দীর্ঘশ্বাসের জীবন ছেঁকে শব্দে-বুননে তিনি তুলে দেন আখ্যান।

গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে পেন্সিল পাবলিকেশনস প্রকাশনী থেকে। এটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

গল্পগ্রন্থটি সম্পর্কে শারমিন রহমান রাইজিংবিডিকে বলেছেন, এ গ্রন্থে মোট ১৪টি গল্প রয়েছে। এবারের মেলায় ৩১৪ নম্বর স্টলে গ্রন্থটি পাওয়া যাচ্ছে।

 

ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়