ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেইসব সন্ধ্যা

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেইসব সন্ধ্যা

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে কথাসাহিত‌্যিক শামস সাইদের নতুন উপন‌্যাস।

উপন্যাসটি হচ্ছে ‘সেইসব সন্ধ্যা’। এটি প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশনী।

এই উপন্যাসের কাহিনি সম্পর্কে শামস সাইদ রাইজিংবিডিকে বলেন, দিন এবং রাতের সন্ধিক্ষণ হল সন্ধ্যা। সন্ধ্যায় কর্মব্যস্ত মানুষগুলো ঘরে ফেরে, নীরে ফেরে সন্ধানী পাখি। সেইসব সন্ধ্যার গল্পগুলো সম্পর্কের। স্বপ্নের। হারিয়ে যাওয়ার। খুঁজে পাওয়ার। হাতে হাত রেখে পথ ভাঙার। আবার অনেকগুলো সন্ধ্যা আছে মন ভাঙার। স্বপ্ন ভাঙার। সন্ধ্যার গল্প আসলে জীবনের গল্প। যে গল্পে আনন্দ আছে। বেদনা আছে। আর আছে জীবন মৃত্যুর খেলা।

তিনি বলেন, সেইসব সন্ধ্যা মূলত একটা পরিবারের গল্প। অনেকগুলো সম্পর্কের গল্প। ৫২ বছর পরে সেই সন্ধ্যাগুলো নাড়িয়ে কেন গেল? প্রশ্নের জবাব খুঁজতে হলে পড়তে হবে সেইসব সন্ধ্যা।

বইটির প্রচ্ছদ করেছেন দয়াময় বন্দোপা‌ধ‌্যায়। বায়ান্ন প্রকাশনের স্টলে (স্টল নম্বর ৩৬৩) বইটি পাওয়া যাচ্ছে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়