ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্রন্থমেলায় অঞ্জন আচার্যের ‘নামহীন মৃত্যুর শিরোনাম’

সাহিত‌্য ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় অঞ্জন আচার্যের ‘নামহীন মৃত্যুর শিরোনাম’

অঞ্জন আচার্য লিখছেন অনেকদিন থেকেই। কথাসাহিত‌্য, কাব‌্য, প্রবন্ধ, জীবনীগ্রন্থ- সাহিত‌্যের সব শাখায় তিনি রেখেছেন মুন্সীয়ানার ছাপ। এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে এই লেখকের কাব‌্যগ্রন্থ ‘নামহীন মৃত্যুর শিরোনাম’।

কিছু সম্পর্ক থাকে, যার কোনো নাম হয় না; নামকরণও করা যায় না। এই নামহীন সম্পর্কগুলো আয়নায় লাগা জলের দাগের মতো লেগে থাকে। জল দিয়ে সেই দাগ মুছতে গেলে লেগে যায় আরো জলের দাগ। প্রতিবিম্বের গায়ে সেইসব জন্মদাগের মতো চিহ্ন রেখে যায়- সম্পর্ক এমনও হয়।

গ্রন্থভুক্ত কবিতাগুলো কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিক নয়। কারো সঙ্গেই কোনো ঐক্য নেই। তবে এ অনৈক্যের মাঝেও এক আন্ত আছে বৈকি! ওরা সকলেই শিরোনামহীন-সম্পর্কে আবদ্ধ।

নামহীন মৃত্যুর শিরোনাম প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ এঁকেছে আইয়ুব আল আমিন। মূল্য : ১৪০ টাকা।



ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়