ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় দ্বিভাষিক কবিতার বই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় দ্বিভাষিক কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে কবি, গল্পকার ও জলধি সম্পাদক নাহিদা আশরাফীর দ্বিভাষিক কবিতার বই ‘টেনেটস অফ স্যাডনেস বিরহসূত্র’।

গ্রন্থটি প্রকাশ করেছে পরানকথা প্রকাশন। বাংলা ও বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুদিত  কবিতাগুলো সাম্প্রতিক সময়ের সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।

এ প্রসঙ্গে পরানকথার প্রকাশক তাশরিক-ই-হাবিব বলেন, সবার ভালোবাসায় স্নাত কবি নাহিদা আশরাফীর কথা নতুন করে বলার কিছু নেই। তার কবিতা ক্যাফে ও সাহিত্য পত্রিকা জলধির সঙ্গে সুপরিচিত আছেন প্রায় সবাই। তিনি যে দুর্দান্ত সংগঠক, সম্পাদক, এসব পরিচয়ও নতুন কথা নয়। নতুন প্রসঙ্গ হলো আপার কবিতার সহজিয়া অনন্য সাধারণ রূপ। আর তাই তার কবিতা আমাকে আলোড়িত করেছে এবং নাহিদা আশরাফীর এই কাব্যগ্রন্থটি প্রকাশ করতে পেরে আমি খুব আনন্দিত। আমার দৃঢ়  বিশ্বাস, বাংলা কবিতাকে তিনি এক নতুন মাত্রায় ক্রমশ উন্নীত করবেন।

চিত্রশিল্পী আইয়ুব আল আমিনের নান্দনিক প্রচ্ছদে বিন্যস্ত তার তৃতীয় কাব্য ‘বিরহ-সূত্র’/TENETS OF SADNESS  কাব্যের অন্তর্গত অধিকাংশ কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন কবি মুহম্মদ নুরুল হুদা। এছাড়া কবি ও অনুবাদক অশোক কর এবং মুহাম্মদ সফিকুল ইসলাম এ কাব্যের অন্তর্গত অন্যান্য কবিতা অনুবাদ করেছেন।

নাহিদা আশরাফীর কবিতা প্রসঙ্গে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, Nahida Ashrafi crafts her lines with the images she visualizes by her own eyes. This makes her unique among the new generation poets of Bangladesh now. Starting from crushing cramps of separation she travels to diverse shades of human passions and ventures to formulate the tenets of sadness like a logician. Yet she is largely depending on poetic ambiguities and metaphorical synthesis. Her poems are passionate, paradoxical and trend-breaking, which is why her ‘saint’ turns ‘vermilion’ with no evident reason. This is her ability and novelty.’

বইয়ের নাম: TENENTS OF SADNESS/বিরহসূত্র

লেখক: নাহিদা আশরাফী

প্রকাশন: পরানকথা

প্রচ্ছদ: আইয়ুব আল আমিন

দাম: ২৫০ টাকা।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়