ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গ্রাফিত্তি কাব‌্যগ্রন্থ নিয়ে বইমেলায় মাইবম সাধন

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রাফিত্তি কাব‌্যগ্রন্থ নিয়ে বইমেলায় মাইবম সাধন

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে মাইবম সাধনের কাব‌্যগ্রন্থ ‘গ্রাফিত্তি’।

বইটি প্রকাশ করেছে তিউড়ি প্রকাশন। এটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম। দাম ১৩৫ টাকা।

গ্রন্থটি সম্পর্কে মাইবম সাধন রাইজিংবিডিকে বলেন,  Graffitti শব্দটি বাংলায় হালকা উচ্চারণে গ্রাফিতি নামে সমধিক পরিচিত হলেও আমি শব্দের মূলানুগ থাকার চেষ্টা করেছি। তবে যা বলা আবশ্যক-গ্রাফিত্তি একটি মনোক্ষরণের স্তুপ। যার ভেতর দিয়ে বা যে ভাষায় বা যে পন্থায় আমি নিজেকে সন্ধান করতে চেয়েছি, জানতে চেয়েছি। অনুমিতভাবেই এগুলি কবিতা নয় আবার কবিতাও। সে অর্থে কবিতাগুলোতে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি।

জাতি

------

আপনি --

না হলে ঊনজাতি

অপরজন--

নহে কোনো উপজাতি!

যেমন এই কবিতা। এটি শুধু কবিতা নয়। এর মাধ্যমে আমি সমাজে প্রচলিত বিদ্রুপাত্মক ‌‘উপজাতি’ শব্দটিকে বৃহত্তর বাংলাভাষী পাঠকদের সামনে তুলে ধরে জানাতে চেয়েছি যে, এটি স্রেফ আপনার হীনমন্যতারই জানান দেয়। আপনি ঊনজাতি না হলে অপরকে উপজাতি তকমা দিতে পারেন না।

বইয়ের ভেতরের কবিতাগুলো বিভিন্ন সময়ে লেখা। সেহেতু নানা চিন্তার ফসল বলা যায় এই বইটি। বইটি স্বল্পায়তনে বিধায় এক নি:শ্বাসেই পড়ে ফেলা যাবে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়