ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘রাইজিংবিডি সম্মানী দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে’ (ভিডিও)

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাইজিংবিডি সম্মানী দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে’ (ভিডিও)

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০২০। মেলার ২৬তম দিনে গল্পকার, ঔপন্যাসিক মনি হায়দারের সঙ্গে কথা হয় রাইজিংবিডিরি এই প্রতিবেদকের।

বাংলা একাডেমিতে কাজ করার পাশাপাশি লেখালেখিকে নিয়েছেন জীবনের একমাত্র ব্রত হিসেবে। লেখালেখির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছোটগল্প লিখতে পছন্দ করি। ছোটগল্পের মধ্যে দিয়ে লেখক তার চারপাশের ভালো এবং নোংরা জীবনের যে আখ্যান সেটা চমৎকারভাবে তুলে আনতে পারেন। ’

এবারের বইমেলার পরিবেশ সম্পর্কে তিনি জানান, বইমেলার পরিবেশ দুর্দান্ত। ২০১৪ সালে বাংলা একাডেমির মূল প্রাঙ্গণ থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যোনে চলে এসেছে। গত কয়েক বছরে যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতার মাধ্যমে খুব সুন্দর ও গোছালো এবার মেলার পরিবেশ।গত বছরের তুলনায় পরিসরও বাড়ানো হয়েছে, ফলে সকলে স্বাচ্ছন্দ্যে বই দেখতে পারছে, কিনতে পারছে। ঘোরাফেরা এবং বইমেলার মধ্যে একধরনের সংযোগ তৈরি করা হয়েছে, আমি মনে করি এর চেয়ে চমৎকার সংস্কৃতি আর হতে পারে না।’

বইমেলায় বই বিক্রি কম হচ্ছে- প্রচলিত এই অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন মনি হায়দার। তিনি বলেন, বইমেলায় বই বিক্রি না হলে প্রতি বছর প্রকাশকরা কেন আসে, তারা তো বই প্রকাশ করা বন্ধ করে না?




ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়