ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লেখকদের খুঁজে সম্মানী দিয়ে বই প্রকাশ করব: পাপিয়া জেরিন

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেখকদের খুঁজে সম্মানী দিয়ে বই প্রকাশ করব: পাপিয়া জেরিন

প্রকাশনা শিল্পে নারীরাও এগিয়ে আসছেন। কেউ কেউ নাম কুড়িয়েছেন লেখক পাঠক মহলে। এবার একুশে গ্রন্থমেলায় বেশ কয়েকজন নারী প্রকাশক রয়েছেন যারা ভালো বই প্রকাশ করে প্রশংসিত হয়েছেন। তেমনই একজন পাপিয়া জেরিন।

বৈভব প্রকাশনীর কর্ণধার পাপিয়া জেরিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে মাস্টার্স শেষ করেছেন। লেখালেখির পাশাপাশি এখন মনোযোগ দিয়েছেন প্রকাশনা অঙ্গনে। তার প্রকাশনী এবার দ্বিতীয়বারের মতো বইমেলায় স্টল বরাদ্দ পেয়েছে। এ বছর বৈভব থেকে ২৭টি নতুন বই এসেছে। গত বইমেলায় এসেছিল ৩০টি।

পাপিয়া জেরিন রাইজিংবিডিকে বলেন, ‘প্রকাশক তো প্রকাশক, নারী পুরুষ অলাদা করে ভাবিনি। কাজ করতে গিয়ে দেখেছি, এখানে পেশাদার লোক খুব কম। অধিকাংশ লেখককে টাকা দিয়ে বই প্রকাশ করতে হচ্ছে। কাজের মানও তেমন ভালো না। টাকা পয়সা থাকলেই বই করা যাবে, এই ধারণা প্রকাশনা শিল্পের জন্য ভালো নয়। যারা ভালো লিখবে তাদের বই প্রকাশক নিজ খরচে প্রকাশ করবে এটাই হওয়া উচিত।’

পাপিয়া জেরিন আরো বলেন, ‘প্রকাশক তো শুধু বই প্রকাশ করবে না, বই ডিস্ট্রিবিউশনও গুরুত্বপূর্ণ। পছন্দের বই পাঠকের হাতে তুলে দিতে হবে। যে সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে তাকে তো কবিতার বই দিলে হবে না। কবিতার পাঠকদের হাতে কবিতা তুলে দিতে হবে। প্রকাশনীকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে চাই। আমরা টাকা নিয়ে বই প্রকাশ করবো না। বরং লেখকদের খুঁজে সম্মানী দিয়ে বই প্রকাশ করবো। এতে দেশে ভালো পেশাদার লেখক গড়ে উঠবে।’


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়