ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘পুরো বইটাই আমার গোপন কথা’ (ভিডিও)

সাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুরো বইটাই আমার গোপন কথা’ (ভিডিও)

অমর একুশে গ্রন্থমেলা-২০২০। ভাষা আন্দোলনের মাসে বিশেষ এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। প্রতিদিনই মেলায় জমে ওঠছে কবি-সাহিত্যিকদের আড্ডা। পাশাপাশি বই কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। সবমিলিয়ে বইমেলা হয়ে ওঠেছে লেখক-পাঠকদের মিলনমেলা।

এবারের বই মেলায় কবি সরকার আমিনের তিনটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি বইয়ের নাম ‘এ জার্নি বাই লাইফ’। এটি সরকার আমিনের আত্মজীবনী। বইমেলা উপলক্ষে সরকার আমিনের সঙ্গে কথা বলেছেন রাইজিংবিডির এই প্রতিবেদক।

সাধারণত আত্মজীবনী শেষ বয়সে লেখা হয়ে থাকে। কিন্তু আপনি এখনই কেন আত্মজীবনী লিখলেন? সরকার আমিন বলেন, ‘বইটির শুরুতে আমি বলেছি, ‘বুড়ো বয়সে দুটি কাজ করতে নেই—এক. আত্মজীবনী লেখা। দুই. বিয়ে করা। এ দুটি কাজ বুড়ো বয়সে করার জন্য রেখে দেওয়া উচিত নয়। কারণ আমরা যে জীবন যাপন করছি সেটাই আত্মজীবনী। আত্মজীবনী তো স্মৃতি থেকে রোমন্থন করার বিষয় নয়। এখন যে কথা বলছেন, তা যদি রাতে ফেসবুকে লিখেন তবে তাই আত্মজীবনীর অংশ। আত্মজীবনী মানে এই নয় যে, বুড়ো বয়সে আপনি বাপ-দাদার গল্প লিখবেন। আমরা আত্মজীবনীর ধারণাটা পাল্টে দিতে চাই।’ 

আত্মজীবনীতে মানুষ তার গোপন কথা বলে থাকেন। আপনার বইয়ে কী সেরকম কোনো গোপন বিষয় লিখেছেন? জবাবে সরকার আমিন বলেন, ‘আমার পুরো বইটাই আমার গোপন কথা। যে কথাগুলো আমার নিজের মধ্যে ছিল কিন্তু প্রকাশ করতে ইতস্ত বোধ করেছি, সেই কথাগুলো বইয়ে লিখেছি।’

মানুষ কি তার জীবনের সব কথা বলতে পারেন? উত্তরে সরকার আমি বলেন, ‘না মানুষ সব কথা বলতে পারে না। যে কথাগুলো বলা যায় সে কথাগুলো বইটিতে বলার চেষ্টা করেছি। যা বলা যায় না, তা বলিনি। কারণ অর্ধেক কথা বলা এক ধরনের অসততা।’ 

দেখুন ভিডিও:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়