ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শুধু বইমেলা নয়, সবসময় আব্বাকে মনে পড়ে’ (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শুধু বইমেলা নয়, সবসময় আব্বাকে মনে পড়ে’ (ভিডিও)

অমর একুশে গ্রন্থমেলা-২০২০। ভাষা আন্দোলনের মাসে বিশেষ এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা। প্রতিদিনই মেলায় জমে ওঠছে কবি-সাহিত্যিকদের আড্ডা। পাশাপাশি বই কিনতে ভিড় করছেন পাঠকরা।

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে মৌলি আজাদের ‘বইয়ের পাতা স্বপ্ন বলে’। মৌলি আজাদের আরেক পরিচয় তিনি প্রথাবিরোধী লেখক, গবেষক, দার্শনিক ড. হুমায়ুন আজাদের বড় মেয়ে। বই ও তার বাবাকে নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন মৌলি আজাদ।

মৌলি আজাদের ‘বইয়ের পাতা স্বপ্ন বলে’ বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। এ বই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘কিশোরদের নিয়ে এটি আমার প্রথম বই। প্রথমবারের মতো বইটি আব্বাকে উৎসর্গ করেছি। আব্বার লেখা ‘ফুলের গন্ধে ঘুম আসে না’ বইটি পড়ার পর কিশোরদের জন্য লেখার আগ্রহ তৈরি হয়। তারপরই মূলত এই বই লেখা। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র লেখা ৯টি গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে।’’

বইমেলায় বাবাকে মনে পড়ে কিনা? এমন প্রশ্নের উত্তরে মৌলি বলেন, ‘শুধু বইমেলা নয়, সবসময় আব্বাকে মনে পড়ে। আমরা যারা লিখছি, তাদের আসলে অতটা সাহস নেই। বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সাহস করে আমরা কেউ কথা বলি না। হয়তো বিভিন্ন সামাজিক কারণে বলি না। কিংবা ভয় পাই। বিভিন্ন বিষয়ে যখন বুদ্ধিজীবীদের বক্তব্য শুনি তখন অতটা মনোপূত হয় না। তখন মনে হয়, এই সময়ে দেশের জন্য আব্বাকে দরকার ছিল।’

দেখুন ভিডিও:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়