Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৮ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৫ ১৪২৮ ||  ০৫ রমজান ১৪৪২

বইমেলায় সাজেদুর আবেদীন শান্তর ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৫ এপ্রিল ২০২১  
বইমেলায় সাজেদুর আবেদীন শান্তর ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’

হৃদয় আঙিনা থেকে উঠে আসা বাক্যগুলো একটা সময় এসে মিলে যায় কবিতার মায়াজালে। কবিতা হয়ে ওঠে কবির বেঁচে থাকার উৎস। সাজেদুর আবেদীন শান্ত বুক ফুলে নিঃশ্বাস নিতে যে কবিতাগুলো লিখেছেন ‘আষাঢ়, তুই এবং মৃত্যু’ বইটিতে তার সবগুলোই যেন হৃদয় ছুঁয়ে যায়। মনের গভীরে ভালো লাগা কাজ করে। কবির প্রথম বই হিসেবে কবিতাগুলো অনেক উপরের। ভাবিয়ে তোলার মতো সব কবিতা। কবিতার গভীরতা পাঠককে মুগ্ধ করবে।

কবিতাগুলো লেখার সময় কবি ব্যথাতুর হৃদয় নিয়ে প্রকৃতিকে দেখেছিল। কবির অধিকাংশ কবিতায় হাহাকার ফুটে উঠেছে। আছে না পাওয়ার বেদনা। বন্ধু, প্রকৃতিকে রেখে মরে যাওয়ার কষ্ট। তার চেতনায় মিশে ছিল কবিতার ভিতরের গল্প। কবি শেষ কবিতায় বলেছেন- একদিন মৃত্যুকে সাথে নিয়ে ছেড়ে যাবো তোকে
কারণ আষাঢ়, তুই এবং মৃত্যু ভীষণ প্রিয় আমার।

এখানে কবি মৃত্যুর কাছে সব প্রিয় বস্তুকে তুচ্ছ করে দেখেছেন। এক বৃষ্টিমুখর আষাঢ়ে কবির মৃত্যু চলে এলে তিনি সব প্রিয়কে ছেড়ে মৃত্যুকে বরণ করবেন।

বইয়ের ধরন: কাব্যগ্রন্থ। প্রকাশক: মইম সুমন। প্রকাশনী: পাতা প্রকাশ। প্রচ্ছদ: মইম সুমন। মূল্য: ৬৫ টাকা। 
 

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়