ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বইমেলায় শওকত হোসেনের প্রথম নাট্যগ্রন্থ

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:১০, ৬ এপ্রিল ২০২১
বইমেলায় শওকত হোসেনের প্রথম নাট্যগ্রন্থ

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ নাট্যশিল্পী মো. শওকত হোসেনের গবেষণা গ্রন্থ ‘মঞ্চনাটকে দর্শক’। বইটি প্রকাশ করেছে ক্ষ্যাপা। প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান। বাংলাদেশের মঞ্চনাটকে দর্শক স্বল্পতা, সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ে এই গবেষণা করেছেন শওকত হোসেন। বইটিতে নাট্যজন আজাদ আবুল কালাম একটি ভূমিকা লিখেছেন।

বই প্রকাশ প্রসঙ্গে শওকত হোসেন বলেন, ‘‘এটি আমার প্রথম গ্রন্থ। দীর্ঘদিন ধরে নাট্যচর্চায় যুক্ত থাকার অভিজ্ঞতার মধ্য দিয়ে এই গবেষণার কাজটি করেছি। বইটি বাংলাদেশের মঞ্চনাটকে দর্শকস্বল্পতা সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি। যদি বিষয়গুলো তাত্ত্বিকভাবে সীমাবদ্ধ না রেখে ব্যবহারিক প্রয়োগ করা হয়। থিয়েটারের মানুষজন বইটি সংগ্রহে রাখতে পারেন।’’

বইটি অমর একুশে বইমেলার লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলে পাওয়া যাচ্ছে। ঘরে বসে বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন: ০১৯১৯ ৩৮৬৬৪৬ নম্বরে। এছাড়া অনলাইন বুকশপ কানামাছি ডটকম থেকেও সংগ্রহ করা যাবে-০১৬৪১ ৮৬৩৫৭১ এই নম্বরে যোগাযোগ করে। ফেসবুক: https://www.facebook.com/KhepaBD/

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়