ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বইমেলায় মাওলা প্রিন্সের ‘বেঁচে থাকাই যুদ্ধ এবং শান্তি’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ১৩ মার্চ ২০২২  
বইমেলায় মাওলা প্রিন্সের ‘বেঁচে থাকাই যুদ্ধ এবং শান্তি’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে  মাওলা প্রিন্সের উপন্যাস ‘বেঁচে থাকাই যুদ্ধ এবং শান্তি’। উপন্যাসটি প্রকাশ করেছে নৈঋতা ক্যাফে। প্রচ্ছদশিল্পী রায়হান শশী।  দাম ৭৫০ টাকা।

এই উপন্যাসের বিষয়, আঙ্গিক ও শৈলী বিচারে স্বাতন্ত্র্য সহজেই ধরা পড়বে। ২৮৮ পৃষ্ঠার উপন্যাসটিতে অনুচ্ছেদবিরতি না নিয়ে ঔপন্যাসিক নিজে যেমন একবারের জন্যও দম ফেলেননি, তেমনি পাঠকদেরও দম ফেলবার অবকাশ দেননি। চেতনাপ্রবাহের আশ্রয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রাণবন্ত ও গতিশীল হয়েছে উপন্যাসের আখ্যান।  যেখানে বৌদ্ধিক ও সামগ্রিক চেতনায় ইতিহাস, দর্শন, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, ভূগোল, ভাষা, ভূমি, প্রেম-প্রণয়, যৌনতা, স্বপ্ন, ধাঁধা, রাশিফল, প্রকৃতি, সভ্যতা, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিৎসা,  দুর্যোগ-মহামারি-দুর্নীতি, নাটক-সিনেমা-সাহিত্য, মিডিয়া কিংবা মুক্তিযুদ্ধ বাদ পড়েনি কোনোকিছুই। অথচ, উপন্যাসে নেই কোনো চরিত্রের নাম। যদিও নামহীন চরিত্রগুলোই হয়ে উঠেছে জীবনের দ্যোতক। তাদের উত্থান-পতন, বেড়ে ওঠা, হয়ে ওঠা, বাধাপ্রাপ্ত হওয়া এবং বয়ে চলার মধ্যেই রয়েছে জীবন ও জগতের শাশ্বত রূপ। প্রচণ্ড নিরীক্ষামনস্কতায় সৃজিত ‘বেঁচে থাকাই যুদ্ধ এবং শান্তি’ শেষ পর্যন্ত কোন ধরনের উপন্যাস, তা পাঠককে চিন্তায় ফেলবে। তবে, পরিপক্ক পাঠক আনন্দ পাবেন তারচেয়েও শতগুণ বেশি। 

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়