ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বইমেলায় ‘মর্জিনা খাতুনের অষ্টপ্রহর ও অন্যান্য গল্প’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
বইমেলায় ‘মর্জিনা খাতুনের অষ্টপ্রহর ও অন্যান্য গল্প’

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক রুমা মোদকের নতুন গ্রন্থ ‘মর্জিনা খাতুনের অষ্টপ্রহর ও অন্যান্য গল্প’।

রুমা মোদকের গল্প নিয়ে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, রুমা মোদকের গল্প সুখপাঠ্য নয়,কারণ তিনি পাঠকের মন জুগাবার জন্য লেখেন না, বরং তার মনে চিন্তা, প্রশ্ন এবং সক্রিয়তা জাগাবার জন্য লেখেন। বাংলা কথাসাহিত্যের জগতে রুমা মোদক ইতোমধ্যে স্বকীয়তায় দৃঢ় স্থান করে নিয়েছেন।

রুমা মোদক যেমন বলেন, আমাদের চারপাশের মানুষের জীবন সংকটে ও সম্ভাবনায় জটিল সমীকরণের অসংখ্য রাশি। যার সবকয়টিতে লুকিয়ে থাকে গল্পের বীজ। সেই বীজ কুড়িয়ে জীবন লিখি।প্রকারান্তরে ইতিহাস লিখি। কারণ আজকের মানুষের জীবন আগামীর ইতিহাস।

মর্জিনা খাতুনের অষ্টপ্রহর ও অন্যান্য গল্প তার ৮ম গল্পগ্রন্থ। এটি প্রকাশ করেছে নালন্দা। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। ১২ টি ছোটগল্পের সংকলন বইটি। দাম ২৭৫ টাকা।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়