ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হাতীবান্ধায় বয়লার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৮ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতীবান্ধায় বয়লার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

লালমনিরহাট প্রতিনিধির : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাতালের উত্তপ্ত বয়লার বিস্ফোরণে ছয়জন চাতাল শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর তিনজনকে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত সাবেক ভাইস- চেয়ারম্যান আমজাদ হোসেন তাজুর চাতালে এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন- হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না এলাকার মইশালের ছেলে অতিন্দ্র (৫০), একই এলাকার আফছার আকন্দের ছেলে নুর মোহাম্মদ (৩০), ধীরেন্দ্র নাথের ছেলে গোবিন্দ নাথ (২০), ভরসাধুর স্ত্রী স্বপ্না রানী (২৭), ওসমানের স্ত্রী আছিয়া বেগম (৪২) ও মোজাম্মেল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।

 

এর মধ্যে গুরুতর আহত অতিন্দ্র, নুর মোহাম্মদ, গোবিন্দ নাথের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ওই চাতালের নারী শ্রমিক রশিদা বেগম জানান, বৃহস্পতিবার দপুরের দিকে ওই চাতালে ধান সিদ্ধ করার জন্য বয়লারে পানি গরম করছিলেন শ্রমিকরা। কিন্তু বয়লারের গ্যাস বের হওয়ার মুখ বন্ধ থাকায় অতিরিক্ত গরম হয়ে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা ছয় শ্রমিক দগ্ধ হন।

 

হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও চাতাল মালিক আমজাদ হোসেন তাজু বলেন, ঘটনার সময় আমরা কেউ ছিলাম না। সবার আগে শ্রমিকদের চিকিৎসা প্রদানের কাজ চলছে। কীভাবে ঘটনা ঘটেছে তা তদন্ত করে পরে জানানো হবে।

 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী জানান, আহতদের মধ্যে তিন নারী শ্রমিক এ হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/লালমনিরহাট/১৮ আগস্ট ২০১৬/মোয়াজ্জেম হোসেন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়