RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

বস নিজ হাতে ধুয়ে দিলেন কর্মীর পা

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বস নিজ হাতে ধুয়ে দিলেন কর্মীর পা

অফিসের ভালো কর্মীদের উদ্দীপনা ধরে রাখতে অফিস কর্তৃক আর্থিক পুরস্কারসহ নানা ধরনের ব্যবস্থা নেয়া হয়। এতে একদিকে যেমন যোগ্যরা মূল্যায়িত হন, অন্যদিকে অন্য কর্মীরাও অনুপ্রাণিত হন। তবে চাইনিজ কসমেটিক কোম্পানির দুজন বড় কর্তা কর্মীদের উদ্দীপনা বাড়াতে যে উদ্যোগ নিয়েছেন পৃথিবীতে তা বিরল। বলা যায়, তারা অভিনব এক পন্থা অবলম্বন করেছেন। তারা পরিশ্রমী ও অনুগত কর্মীদের কাজের পুরস্কারস্বরূপ নিজ হাতে পা ধুয়ে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে চলতি নভেম্বর মাসের দুই তারিখ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ চাইনিজ অফিস কর্তারা কর্মীদের সবসময় ছোটখাটো ভুলের জন্য অভিনব শাস্তি দেন। এজন্য তারা বিভিন্ন সময় সমালোচিতও হন। যেমন জনসম্মুখে হামাগুড়ি দিয়ে হাঁটা বা তেলাপোকা খেতে বাধ্য করা। এমন অনেক উদাহরণ রয়েছে। সেখানে দুই অফিস কর্তার এমন বিনয় একেবারেই অনভিপ্রেত।

ভিডিওটিতে দেখা যায়, চীনের সানডং প্রদেশের নাম না-জানা এক কসমেটিক কোম্পানির অফিসের দুই বড় কর্তা মঞ্চে সারি দিয়ে বসা আট কর্মীর পায়ে পানি ঢেলে তাদের পা ধুয়ে দিচ্ছেন। এই কাজকে তারা কর্মীদের অফিসের প্রতি আনুগত্য প্রদর্শনের পুরস্কার হিসেবে অবহিত করেছেন।

তবে অফিস কর্তারা কাজটিকে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে নিলেও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভালোভাবে নেয়নি। তারা বলছেন- এটি এক ধরনের প্রহসন। তাদের যুক্তি- পা ধুয়ে দেয়ার কারণে ওই কর্মীরা কাজের জন্য আর্থিক পুরস্কারের দাবি করতে পারবে না। কর্তাদের এটা একটা কৌশল। এছাড়া অনেকে কাজটিকে অত্যন্ত নিচু ও বিরক্তিকরও বলেছেন।

 

ঢাকা/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়