RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২২ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৮ ১৪২৭ ||  ০৭ জমাদিউস সানি ১৪৪২

করোনা ঘোড়া

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ঘোড়া

মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নানা রকম উপায় বের করছে মানুষ। সর্বসাধারণকে সচেতন করতে এবার এক অভিনব পন্থা অবলম্বন করেছে ভারতীয় পুলিশ।

অন্ধ্র প্রদেশের প্যাপিলি টাউনের কুর্নুল জেলায় মঙ্গলবার এক পুলিশ কর্মী করোনা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন। তবে তার ওই ঘোড়ার শরীরজুড়ে ছিল করোনাভাইরাসের ছবি।

তি‌নি সাদা ঘোড়ার শরীরে লাল র‌ঙে করোনাভাইরা‌সের ছ‌বি এঁকেছেন। স্থানীয়রা এর নাম দি‌য়ে‌ছেন ক‌রোনা ঘোড়া। করোনায় রাঙ্গা এমন ঘোড়া নিয়ে ওই পুলিশকর্মীকে দেখা গিয়েছে লোকালয়ের ভিতরে ঘুরে বেড়াতে যাতে জনসাধারণ একটু হলেও করোনা নিয়ে ভাবে।

লকডাউনের সময় যাতে কেউ রাস্তায় না বেরোয়, সেজন্য সকলকে করোনাভাইরাসের ভয়াবহতা বোঝাতে দেশটির সরকার ব্যাপক প্রচারণা চালালেও তা খুব একটা কাজে আসছে না। জীবনের ঝুঁকি নিয়ে পথে নামছেন অনেকেই।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯ জন।


ঢাকা/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়