ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এটিএম বুথে ফুচকা (ভিডিও)

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এটিএম বুথে ফুচকা (ভিডিও)

রাস্তার পাশে কিংবা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ফুচকার দোকান চোখে পড়লেই যেন জিভে জল চলে আসে। মুখরোচক খাবার হিসেবে ভারতীয় উপমহাদেশে এর জনপ্রিয়তা রয়েছে। তবে অঞ্চলভেদে এটি বিভিন্ন নামে পরিচিত।

কিন্তু করোনাভাইরাসের কারণে বাহিরে বের হওয়া বন্ধ। এই খাবারওলো আর গলাধঃকরণ হচ্ছে না। তবে প্রযুক্তির এই যুগে মানুষের কোনো ইচ্ছাই যেন অপূর্ণ থাকছে না। রাস্তার পাশে অথবা পাড়ার দোকানটি বন্ধ থাকলেও এবার এটিএম বুথেই মিলবে ফুচকা।

হ্যাঁ, ঠিকই শুনছেন! সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে টাকা প্রদান করলেই এটিএম বুথ থেকে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসছে ফুচকা। এক ব্যক্তি নির্দিষ্ট বোতাম চেপে মেশিনে ২০ রুপি দিলেন। কিছুক্ষণ অপেক্ষা শেষে এটিএম থেকে বের হয়ে এলো ফুচকা।

জানা গেছে, এই মেশিন ডিজাইন করতে সময় লেগেছে ছয় মাস।

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন এর আবিষ্কারক। শুধু তাই নয়, হাতের সংস্পর্শ ছাড়া এই ফুচকা স্বাস্থ্যসম্মত হবে বলেও মনে করছেন নেটিজেনরা।

দেখুন ভিডিও:

 

Now this is real Indian ingenuity!

A Pani Poori vending machine.

Call it by any name Gol Gappe, Puchka, Batasa - we love it! pic.twitter.com/wC288b9uUD

— Hardi Singh (@HardiSpeaks) July 2, 2020

 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়