ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ২৫ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাবুলের লাশ দেখতে এলাকাবাসীর ভিড়

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে রুটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে বাবুল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

নিহত ব্যক্তি হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের গড্ডিমারী এলাকার আলী আকবরের ছেলে।

 

বড়খাতা রেলওয়ে স্টেশনমাস্টার আবু বক্কর সিদ্দিক ও নিহতের বড় ভাই আবুল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা রেলস্টেশনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফেরত এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

 

 


রাইজিংবিডি/ লালমনিরহাট/২৫ মার্চ ২০১৫/মোয়াজ্জেম হোসেন/নূর ইসলাম/রণজিৎ/এএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়