ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেখক ও জাপা নেতা ফকির আশরাফ আর নেই

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৭ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লেখক ও জাপা নেতা ফকির আশরাফ আর নেই

নেত্রকোনা প্রতিনিধি : কথাসাহিত্যিক ও জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ঢাকার উত্তরা লুবানা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন লিভার ক্যানসারে ভুগছিলেন। গত বুধবার আমেরিকা থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।

সকাল সাড়ে ৮টায় ঢাকার উত্তরা ৪নং সেক্টর জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চলিøশ কাহনিয়া গ্রামে ফকিরবাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার প্রতিষ্ঠিত বুখারি জামে মসজিদের পাশে তার দাফন সম্পন্ন হবে।

 

 


রাইজিংবিডি/নেত্রকোনা/১৭ জুলাই ২০১৫/ইকবাল হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়