Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০৯ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৪ ১৪২৭ ||  ২৪ রজব ১৪৪২

অন্য ছায়াপথে বাস করে অন্য কোনো বুদ্ধিমান প্রাণি?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অন্য ছায়াপথে বাস করে অন্য কোনো বুদ্ধিমান প্রাণি?

পৃথিবীর ছায়াপথ থেকে বহুদূরের কোনো জগৎ থেকে ভেসে এসেছে রেডিও সংকেত।

কানাডার একদল বিজ্ঞানীর বরাত দিয়ে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই বিজ্ঞানী দলের কাছে এসেছে রেডিও সংকেত। এই নিয়ে দ্বিতীয় বার এমন সংকেত পেলেন তারা। এর আগে ২০০৭ সালে এই ধরনের সংকেত পাওয়া গিয়েছিল।

ব্রিটিশ কলম্বিয়া ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, টরোন্টো বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইনস্টিটিউট ফর থিওরিটিক্যাল ফিজিক্স এবং ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অফ কানাডা-র বিজ্ঞানীরা ‘কানাডিয়ান হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্ট’ নামে এক রেডিও টেলিস্কোপ প্রস্তুত করেছেন। এই টেলিস্কোপেই ধরা পড়েছে ‘ফাস্ট রেডিও বার্স্ট’ (এফআরবি) হিসেবে চিহ্নিত এই সিগন্যাল।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সংকেত অন্য কোনো ছায়াপথ থেকে পৃথিবীতে পৌঁছেছে। এই সংকেত বার বার এসেছে। কে বা কারা এই সংকেত পাঠাচ্ছে, তারা কী চায়, সংকেতের অর্থ কী এই সব প্রশ্নের উত্তর তাদের জানা নেই।

তা হলে কি বহুদূরের কোনো ছায়াপথে বাস করে কোনো বুদ্ধিমান প্রাণি, যারা রেডিও সংকেত পাঠাচ্ছে? এই মহাজাগতিক ধাঁধার সমাধানে এখন মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়