ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দর্শকের পরিবর্তে নাচল রোবট

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দর্শকের পরিবর্তে নাচল রোবট

করোনাভাইরাসের কারণে বিশ্বে অনেক কিছুই ঘটছে যা আগে ঘটেনি। এই মহামারির আগে স্টেডিয়াম থাকত ভরপুর। দর্শকের উৎসাহে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতেন খেলোয়াড়রা। কিন্তু এখন দর্শকশূন্য মাঠে খেলতে হচ্ছে তাদের।

তবে জাপানের বেজবল টিম ফুকুয়া সফটব্যাংক হউকস এক অভিনব উপায় বের করেছে। দর্শকশূন্য গ্যালারিতে রোবট হাজির করেছে তারা। এই রোবট নেচে গেয়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছে। 

সাধারণত ফুকুয়া সফটব্যাংক হউকসের খেলার আগে স্টেডিয়ামে নেচে নেচে টিমের ‘ফাইট সং’ গেয়ে থাকেন ভক্তরা। কিন্তু করোনার কারণে সম্প্রতি অনুষ্ঠিত ম্যাচে ৪০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম ছিল দর্শকশূন্য। এজন্য টিম কর্তৃপক্ষ ২০টি রোবট হাজির করে। এই রোবটগুলো নেচে ও ফাইট সং গেয়ে খেলোয়াড়দের উৎসাহ দেয়। কিছু কিছু রোবট টিমের টুপি পরে ও পতাকা নাড়িয়ে উৎসাহ দিয়েছে। পরবর্তী সময়ে ফুকুয়া সফটব্যাংক হউকস টিমও জিতে যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিতে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একজন লিখেছেন, ‘আমার কাছে এটি দুরাবস্থা মনে হচ্ছে।’ অপর একজন লিখেছেন, ‘অসম্ভব সুন্দর।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়