ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভুঁড়ির জোরে বেঁচে গেলেন

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ০৮:৩৪, ২৭ আগস্ট ২০২০
ভুঁড়ির জোরে বেঁচে গেলেন

গল্পের গোপাল ভাঁড় খুব যত্নে তার ভুঁড়ি বাড়ালেও অধিকাংশ মানুষই চায় না ভুঁড়ি হোক। কিংবা শরীরে তৈরি হোক বাড়তি মেদ। ভুঁড়ি বাড়ার খারাপ দিক বর্ণনার জন্য ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে। কিন্তু এবার ভুঁড়ির জোরে বেঁচে গেলেন চীনের এক ব্যক্তি।

ফক্সনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে—চীনের হেনান প্রদেশের ফুলিউডিয়ান গ্রামের বাসিন্দা লিউ। তাদের বাড়িতে একটি কূপ রয়েছে, যার মুখ কাঠ দিয়ে ঢাকা ছিল। কিন্তু দুর্ঘটনাবশত কাঠ ভেঙে কূপে পড়ে যাচ্ছিল লিউ। এ সময় শরীরের নিচের অংশ কূপের ভেতর ঢুকে যায়। কিন্তু মেদওয়ালা পেট আটকে যায় কূপে। কারণ কূপের প্রস্তের চেয়ে লিউয়ের পেট বেশি মোটা। আর এতে নিচে পড়ে যাওয়া থেকে রক্ষা পান ২৮ বছর বয়েসি লিউ। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, লিউ মানসিকভাবে অসুস্থ। হঠাৎ করেই সে কাঠ দিয়ে ঢেকে রাখা কূপের ওপরে লাফ দেয়। এতেই ঘটে বিপত্তি।

লিউয়ের ওজন আনুমানিক ৫০০ পাউন্ড। তবে অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে লিউয়ের ওজন ৩০০ পাউন্ডের কাছাকাছি হবে।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়