ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিরের মুখ থেকে মেয়েকে বাঁচালেন বাবা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৩ আগস্ট ২০২০   আপডেট: ০২:২৪, ২৮ আগস্ট ২০২০
কুমিরের মুখ থেকে মেয়েকে বাঁচালেন বাবা

বাবার দ্রুত পদক্ষেপে ১২ ফুট লম্বা এক কুমিরের হাত থেকে প্রাণে বাঁচল ৪ বছর বয়সী এক কন্যশিশু। এমনকি সন্তানকে বাঁচানোর পর বিশাল ওই কুমিরকে আটকেও ফেলেন ওই বাবা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে আমেরিকার টেক্সাসে।    

স্থানীয় সংবাদপত্রের খবরে বলা হয়েছে, টেক্সাসের বাসিন্দা অ্যান্ড্রু গ্র্যান্ডের চার বছরের মেয়ে ও তার বেবিসিটার বাড়ির পেছনের জলাশয়ে মাছ ধরছিলেন। সেই সময় সেখানে উপস্থিত হয়ে পড়ে একটি বড়সড় কুমির। কুমিরের উপস্থিতি টের পেয়েই ঘটনাস্থলে দৌড়ে আসেন অ্যান্ড্রু। কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করার পরও পিছু হটছিল না। 

অন্ড্রু জানান, কুমিরটি তার চার বছরের মেয়ের প্রায় তিন ফুট কাছেই চলে এসেছিল। সন্তান ও বেবিসিটারকে সরিয়ে নেয়ার পরও কুমিরটি সেখান থেকে পালায়নি। দ্রুত জরুরি সাহায্যের নম্বরে ফোন করেন তিনি। কিন্তু সাহায্য আসার আগেই একটি দড়ির ফাঁস তৈরি করে কোনো রকমে কুমিরটির মুখে পরিয়ে দেন।

কুমির ধরার লোকজন এসে এরপর সেটিকে জলাশয় থেকে টেনে তুলেন। কুমিরটি প্রায় ১২ ফুট লম্বা ও ওজন প্রায় ২৭২ কেজি।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়