ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘ভয়ংকর সুন্দর’

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২০
‘ভয়ংকর সুন্দর’

প্রকৃতি নানাভাবেই আমাদের চমকে দেয়। এর সৌন্দর্য আমাদের মুদ্ধ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তেমনি একটি ‘ভয়ংকর সুন্দর’ দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘লাইফ অব আর্থ’ নামের এক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দেখা যায়, রক্তাভ গোলাপকে পেঁচিয়ে রয়েছে একটি নীল সাপ। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘অবিশ্বাস্য সুন্দর ব্লু পিট ভাইপার।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এই নীলসাপে মগ্ন নেটিজেনরা। কারণ বিশ্বে নীল সাপ খুব একটা দেখা যায় না। তাই বিরল প্রজাতির এই সাপটি সহজেই সবার নজর কেড়েছে।

জানা গেছে, ব্লু পিট ভাইপার আসলে হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপার প্রজাতির। বিষাক্ত পিট ভাইপারের উপ-প্রজাতিগুলো ইন্দোনেশিয়া ও পূর্ব তিমোরে পাওয়া যায়। বেশির ভাগ হোয়াইট লিপড পিট ভাইপার সবুজ হয়। এই প্রজাতির নীল রঙের সাপ খুবই বিরল।

দেখতে আকর্ষণীয় হলেও খুবই ভয়ংকর ব্লু পিট ভাইপার। এরা খুবই আগ্রাসী সরীসৃপ। এই সাপের বিষে সাধারণত মৃত্যু হয় না। কিন্তু, ব্যাপক যন্ত্রনা,  ফুলে যাওয়া ও শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণের মতো ঘটনা  ঘটে।

ঢাকা/মারুফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়